মিয়ানমারের চলমান মুসলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ। গতকাল বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন শেষে কুশপুত্তলিকা দাহ করা হয়। সংগঠনের আহ্বায়ক আবদুর রহমান রোহানের সভাপতিত্বে ও সদস্য সচিব নকিবুল হাসান নিলয়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় নেতা ফখরুল আহসান শাহজাদা, হেলাল উদ্দিন, মাখন সরকার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহসভাপতি সুলতান জিসান উদ্দিন প্রধান।