বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আন্দোলন থামাতে গার্হস্থ্যের ছাত্রীদের বাড়িতে ফোন করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট মর্যাদা পেতে আন্দোলনকারী ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের বিরুদ্ধে হুমকি ও চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকরা তাদের বাড়িতে ফোন করে আন্দোলন থেকে সরিয়ে নিতে অভিভাবকদের চাপ দিচ্ছেন। ইনস্টিটিউটের দাবিতে দেনদরবার চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাড়া না পাওয়ার পর তিন দিন ধরে প্রতিদিন কলেজসংলগ্ন নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করছেন গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা। গতকাল আড়াই ঘণ্টা সড়ক অবরোধের পর মহাসমাবেশের (আজ) কর্মসূচি দিয়ে নীলক্ষেত মোড় ছাড়েন তারা।

সর্বশেষ খবর