বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিকের তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা থাকছে না। সম্ভব হলে আগামী ডিসেম্বর থেকেই তা কার্যকর করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটি নাও যদি হয়, ২০২০ শিক্ষাবর্ষ থেকে লক্ষ্য বাস্তবায়নের জোর প্রস্তুতি চলছে। পরীক্ষা উঠে গেলে শিক্ষার্থীকে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। গত ১৩ মার্চ প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিরিক্ত চাপে লেখাপড়া নিয়ে শিশুদের মধ্যে যেন ভীতি তৈরি না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে অনুরোধ করেন।

 সূত্র জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারেই তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা না রাখার ব্যাপারে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। এ নিয়ে শিগগিরই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও শিক্ষাবিদদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে। এরপর একটি চূড়ান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে সম্মতির পরই সিদ্ধান্ত কার্যকর হবে। জানা যায়, পরীক্ষা তুলে দেওয়া হলেও উপস্থিতি, হোম ওয়ার্ক ও ক্লাস ওয়ার্কের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হতে পারে।

সর্বশেষ খবর