রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রিমান্ড শেষে তিন জঙ্গি কারাগারে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আসামিদের কারাগারে পাঠানোর এ আদেশ দেয়। এর আগে এ আসামিদের তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার দাড়মুদা গ্রামের আবদুল বাছেদের ছেলে রাসেল হোসেন (২১), রাজশাহীর বোয়ালিয়া থানার উত্তর গাঁওপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে জুয়েল মাহমুদ এবং খিলগাঁও এলাকার আবদুল জব্বারের ছেলে আবু জাফর সোহেল (৩৬)।

এর আগে গত ৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে এদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের এন্টি টেররিজম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, ছয়টি মোবাইলফোন, নগদ ১০ হাজার ৫৩৫ টাকা জব্দ করা হয়। পরে এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক রুহুল আমিন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। পরদিন তাদের আদালতে হাজির করে পুলিশ ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

সর্বশেষ খবর