শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ও জনগণকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান

ময়মনসিংহ প্রতিনিধি

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ও জনগণকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ যখন পুলিশের সঙ্গে এক কাতারে দাঁড়ায় তখন কোনো চ্যালেঞ্জই আর চ্যালেঞ্জ থাকে না। গতকাল দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ‘অন্তজেলা পুলিশ সুপার মাদক, বাল্যবিবাহ, ইভ টিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং নিরাপদ সড়ক আন্দোলন বিতর্ক প্রতিযোগিতা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রসঙ্গক্রমে আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ-জনগণ এক কাতারে দাঁড়িয়েছিল। ফলে বগুড়ায় এমনও ঘটনা ঘটেছে যে, মা তার জঙ্গি ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, কুখ্যাত জঙ্গিদের অবস্থান এক সময় এই ময়মনসিংহে ছিল। একে একে চিহ্নিত করে সেগুলো দূর করেছি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন্সে ‘চেতনায় অম্লান’ জাতির জনকের ভাষণ সংবলিত ম্যুরাল এবং কোতোয়ালি মডেল থানা ও ভালুকা মডেল থানা অনলাইন জিডি’র (লস্ট ও ফাইন্ড) পরীক্ষামূলক উদ্বোধন করেন।

 ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মনিরা সুলতানা এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এ সময় জাতীয় সংসদ সদস্য, লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, জাদুশিল্পী জুয়েল আইচ, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা মঞ্চে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর