রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, ইসির শোকজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২নং ওয়ার্ডের (শান্তিপুর, গোড়ান) স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল ইসলাম ভূঁইয়া ভুট্টোর ওপর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুর রহমান সরকারের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভুট্টোর ছেলে মিফতাহুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পরে স্বতন্ত্র প্রার্থী ভুট্টো রিটার্নিং অফিসার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করলে কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমানকে (ঘুড়ি প্রতীক) আচরণবিধি ভঙের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জানা গেছে, জহিরুল ইসলাম ভূঁইয়া ভুট্টো শান্তিপুর উচ্চবিদ্যালয়ের গত ১৫ বছর ধরে ম্যানেজিং কমিটির সভাপতি। এবার তিনিও স্বতন্ত্র প্রার্থী। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্কুল থেকে একটি কাজের ব্যাপারে ফোন পেয়ে ছেলে মিফতাহুল ইসলামকে নিয়ে স্কুলে যান। পরে সেখানেই অন্য প্রার্থী আনিসুর রহমানের লোকজন তাদের ওপর হামলা চালায়।

তবে বিষয়টি অস্বীকার করেছেন প্রার্থী আনিসুর রহমান। তিনি বলেন, তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে, বানোয়াট। এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আমরা শুনেছি চড়-থাপ্পড়ের ঘটনা ঘটেছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছে।

সর্বশেষ খবর