রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

ঢাকায় দৃষ্টিনন্দন ‘ধানমন্ডি টুইন টাওয়ার’

এক ভবনের নিচেই বিদ্যুতের সাবস্টেশন, ত্রিতলবিশিষ্ট পার্কিং, বাণিজ্যিক স্পেস, সিনেপ্লেক্স, ফুড কর্নার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরপুল এলাকায় আধুনিক ‘ধানমন্ডি টুইন টাওয়ার’-এর নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। ৮ দশমিক ৩২ একর জায়গায় নির্মিত এ ভবনের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৪৮০ কোটি টাকা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) তত্ত্বাবধানে চীনের টিবিইএ কোম্পানি এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ ভবনে বিদ্যুতের সাবস্টেশন ছাড়াও মাটির নিচ দিয়ে ধানমন্ডি এলাকায় তার নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। এর বাইরে আধুনিক এ ভবনে আরও থাকবে ত্রিতলবিশিষ্ট কার পার্কিং, বাণিজ্যিক স্পেস, সিনেপ্লেক্স, ফুড কর্নারসহ নানা সুযোগ-সুবিধা। গতকাল টুইন টাওয়ার ভবন নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হবে। এ ভবনের নকশায় ৫০ শতাংশেরও বেশি জায়গা উন্মুক্ত রাখা হয়েছে। টুইন টাওয়ারের প্রশস্ত ওয়াকওয়ের পাশে থাকবে মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য। কৃত্রিম জলাধারের মধ্যে নির্মিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক। এ ছাড়া ২৩০/১৩২/৩৩ কেভি ভূগর্ভস্থ সাবস্টেশনও নির্মিত হবে। এতে থাকবে স্ক্যাডা অটোমেশন সিস্টেম। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘এটি বিদ্যুৎ বিভাগের অন্যতম বৃহৎ প্রকল্পগুলোর একটি। আমরা এ প্রকল্পের সঙ্গেই ধানমন্ডিতে ভূগর্ভস্থ লাইন স্থাপনের কাজ শুরু করে দিয়েছি। ডিপিডিসির আওতাভুক্ত ঢাকা-নারায়ণগঞ্জের সব বিদ্যুতের লাইন এখন মাটির নিচে চলে যাচ্ছে। এর ফলে ঢাকাবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন। এখনো ঢাকার কিছু এলাকায় ঝড়-বৃষ্টি হলে বিদ্যুতের সমস্যা হয়। এ প্রকল্প বাস্তবায়িত হলে আর কোনো সমস্যা থাকবে না। ডিপিডিসির দক্ষ জনবলের জন্য এখানে একটি প্রশিক্ষণ সেন্টারও তৈরি হচ্ছে।’ ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান তার বক্তব্যে বলেন, রাজধানীতে এত বড় জায়গা নিয়ে সুউচ্চ এ স্থাপনা তৈরি করা ছিল কঠিন কাজ। ডিপিডিসির জন্য এটি একটি মাইলস্টোন প্রকল্প। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিজিমিং ভার্চুয়ালি সংযুক্ত থেকে বলেন, এ প্রকল্প বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম একটি অংশ।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর