বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ড. ওসমান হায়দার চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক

ড. ওসমান হায়দার চৌধুরী আর নেই

অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওসমান হায়দার চৌধুরী (৭৫) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ড. ওসমান হায়দার চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর শ্যালক এবং সংসদ সদস্য মাহী বি চৌধুরীর বড় মামা। গতকাল বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ড. ওসমান হায়দার চৌধুরী ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ ডিগ্রি লাভ করেন। পরে তিনি ফিলিপাইন থেকে  পিএইচডি এবং যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি নর্থ সাউথসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দীর্ঘ কর্মজীবনে ড. ওসমান হায়দার চৌধুরী বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস (বিআইডিএস), ইনস্টিটিউট অব পলিসি স্টাডিসসহ (আইপিএস) বহু খ্যাতনামা দেশি-বিদেশি সংস্থায় শীর্ষ পদাধিকারী ছিলেন।

সর্বশেষ খবর