মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয়ে পাঠ্যক্রম প্রণয়ন হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি দেশ এগিয়ে নিতে তরুণ-তরুণীদের মানবসম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যকে সামনে রেখে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয়ে পাঠ্যক্রম প্রণয়ন করা হচ্ছে।

গতকাল বিকালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ষষ্ঠ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভার্চুয়াল প্ল্যাটফরমে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তন বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ, উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্যসহ অন্যরাও সমাবর্তনে বক্তব্য দেন।

সর্বশেষ খবর