নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমরা মানুষ, ফেরেশতা নই। ভুলত্রুটি থাকবেই। যারা আমাদের গালি দেয়, আমাদের পরিবার নিয়ে যা তা বলে; গতকালও দেখলাম বলল, অনেক গালাগালি, অনেক কিছু শুনছি। আজকে যদি আগের শামীম হতাম, এই গালাগালের জবাব দিতে দুই মিনিট লাগত। ধৈর্য ধরেছি, কেননা ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন। মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া নাগিনা জোহা উচ্চবিদ্যালয়ে ভাষাসৈনিক নাগিনা জোহার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত ই খুদা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান প্রমুখ।