কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম বাবুল হাওলাদার (৪৮)। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। রবিবার রাত ১০টায় ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৯ জুলাই হাতিরঝিল এলাকায় কোটা আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে বাবুল গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ২১ জুলাই থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ময়নাতদন্তের পর গতকাল বিকালে বাবুলের লাশ তার ছেলে পারভেজের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে কোটা আন্দোলনের পরবর্তী সহিংসতায় নিহত ৯৯ জনের লাশ ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত করা হলো।
ঢামেক সূত্র জানায়, বাবুল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৃত জাবেদ আলী হাওলাদারের ছেলে। তিনি রামপুরা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।