ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো ঢাকা পদাতিক প্রযোজিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটের এই নাটকটি।
প্রয়াত নাট্যজন মাসুম আজিজ রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন নাদের চৌধুরী। সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, বাঙালি উকিলসহ মোট ৪০টি চরিত্র স্থান পেয়েছে নাটকটিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মিল্টন আহমেদ, হাসনাহেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, আক্তার হোসেন প্রমুখ।
অন্যদিকে একই সময় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকের দল তীরন্দাজ প্রযোজিত নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। মোহিত চট্টোপাধ্যায় রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন দীপক সুমন।
এক আগন্তুক একটি চিকিৎসালয়ে এসে জানান যে, তার কণ্ঠনালিতে একটি সূর্য আটকে গেছে এবং তিনি এই সমস্যা থেকে মুক্তি চান। এই অদ্ভুত ঘটনায় অন্য দুই চরিত্র, মিলু ও সমীর, হাসাহাসি করলেও আগন্তুক এটি সমাধান করতে দৃঢ়প্রতিজ্ঞ। নাটকটি মানুষের সহজাত পরিচিতি এবং মানবিক গুণাবলির ওপর ভিত্তি করে রচিত, যেখানে এই কাল্পনিক পরিস্থিতির মাধ্যমে মানুষের ভিতরের অন্তর্নিহিত সত্য ও পরিচিতির একটি গভীর চিত্র তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন তীরন্দাজ নাট্যদলের নিয়মিত অভিনয় শিল্পীরা।