রাজধানীর উত্তরায় জুলাই যোদ্ধা সংসদ নামে একটি সংগঠনের আহ্বায়ক আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন দক্ষিণখানের আদম আলী মার্কেট এলাকার বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরমানের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, গলায় ফাঁস নেওয়া অবস্থায় আরমানের নিথর দেহ সিলিং ফ্যানে ঝোলানো ছিল। তবে তার হাঁটু বিছানার সঙ্গে লাগানো ছিল।
জানা যায়, আরমান আহমেদ শাফিন উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র। উত্তরায় জুলাই আন্দোলন চলাকালে সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন।
স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ জানান, ছবি দেখে মনে হচ্ছে এটা কোনো নরমাল সুইসাইডাল কেইস নয়। দেখে মনে হচ্ছে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। এত অল্প জায়গায় সুইসাইড কীভাবে হয়? তার পায়ের পাতায়ও আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, ফাঁস নেওয়া অবস্থায় লাশটি পাওয়া গেছে। আমরা তার পারিবারিক সমস্যার কথাও জানতে পেরেছি। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।