৫ এপ্রিল, ২০২০ ১৪:৪৮

চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মীদের জন্য প্রণোদনা ও স্বাস্থ্যবীমা জরুরি

অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ

চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মীদের জন্য প্রণোদনা ও স্বাস্থ্যবীমা জরুরি

অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ

বাংলাদেশে কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় অবতীর্ণ হওয়া চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মীদের জন্য প্রণোদনা ও স্বাস্থ্যবীমার ব্যবস্থা করা জরুরি। সরকার প্রধান ও সবার প্রতি আমার আহ্বান করোনা মোকাবেলায় যেসব চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের জন্য যেন একটা প্রণোদনার ব্যবস্থা করা হয়। কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে করোনাকে প্রতিহত করতে কাজ করছেন। এতে তাদের জীবনের প্রতি একটা শঙ্কা থাকে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও চিকিৎসক, নার্স ও মেডিকেল কর্মীদের জন্য ৫০ লাখ রুপির স্বাস্থ্যবীমার ব্যবস্থা করা হয়েছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবেলায় কাজ করছেন তাদের জন্য কয়েক মাসের মেয়াদে হলেও একটা স্বাস্থ্যবীমার ব্যবস্থা করা যেতে পারে। 

লেখক: প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর