প্রচণ্ড বালুঝড়ে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী ও দুবাই সহ বিভিন্ন প্রদেশে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। এমনকি বালুঝড়ের কারণে দুবাই বিমানবন্দরের কয়েকটি ফ্লাইটও বাতিল হবার খবর পাওয়া গেছে। জানা গেছে, শুক্রবারও এই ঝড় আংশিক থাকতে পারে।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আবুধাবী শহর ও তার আশপাশের এলাকায় মরুঝড়ের গতি বেগ ঘন্টায় ৩৬-৪৪ কিলোমিটার, দ্বীপ এলাকায় ৫০-৫২ কিলোমিটার। এছাড়াও সাগরের পানির উচ্চতা তরঙ্গাকারে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত বাড়তে পারে। National Centre of Meteorology and Seismology (NCMS) জানিয়েছে, বুধবার মধ্যরাত থেকে আমিরাতের পশ্চিমা জোন সৌদি আরবের সীমানা শিলা এলাকায় প্রথম মরুঝড় দেখা যায়।
মরুঝড়ের কারণে স্বাস্থ্য সতর্কতাসহ আরব উপসাগরে নৌকা চলাচলে বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। গাড়ির গতি বেগ নিয়ন্ত্রণে রাখারও পরামর্শ দেন তারা।
ঝড়ের কারণে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে দেখা যায়নি আমিরাতের অধিবাসী ও অভিবাসীদের। তবে কর্মক্ষেত্রের তাড়নায় ঘরে ছেড়েছেন কেউ কেউ। দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠানে কম সংখ্যক ক্রেতা দেখা গেলেও জরুরি প্রয়োজনে বের হওয়া অনেকের মুখে মাস্ক ব্যবহার করতে দেখা গেছে।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল ২০১৫/ এস আহমেদ