শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নাশকতা এবং পেট্রলবোমা হামলাকারীদের সাথে সংলাপের অর্থ হচ্ছে সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া। তাই সন্ত্রাসের মদদদাতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সংলাপের কোন প্রশ্নই উঠে না।
গত শনিবার রাতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সমাবেশে তিনি একথা বলেন।
শিল্পমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া শেখ হাসিনার বিরোধীতা করেন না। খালেদা জিয়া বিরোধিতা করছেন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাঝারি শ্রেণীর রাষ্ট্রে পরিণত হতে চলেছে-এটি সহ্য হচ্ছে না বেগম জিয়ার। প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাসী নয় তাদের পক্ষে মাঠে নেমেছেন বেগম জিয়া।
তিনি বলেন, ‘ভয়-ভীতি আর সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যেতে চেয়েছিল। কিন্তু একাত্তরের চেতনায় উজ্জীবিত বাঙালিরা সে ধরনের মতলববাজির রাজনীতিকে ঠাঁই দেননি। তবে ষড়যন্ত্র থেমে নেই। দেশ এবং বিদেশে বসে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এহেন ষড়যন্ত্র সম্পর্কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ধরনের বিভেদ পরিহার করে।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় আরও বক্তব্য রাখেন সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব