ভারত সরকারের সহায়তায় আরও ৯ বাংলাদেশিকে ইয়েমেন থেকে উদ্ধার করার কথা জানা গেছে। ইতোমধ্যে ভারতীয় একটি ফ্লাইটে ওই নয়জনের বোর্ডিংও হয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে সানার একটি বিমানবন্দর থেকে ৯ বাংলাদেশি ভারতের একটি বিমানে বোর্ডিং পেয়েছেন। বিমানটি ছাড়ার এক ঘণ্টার মধ্যে তাদের জিবুতিতে পৌঁছানোর কথা রয়েছে।
জিবুতিতে বাংলাদেশিদের উদ্ধারের জন্য স্থাপিত ক্যাম্পের কর্মকর্তা ও কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) এস এম মাহবুব আলম সাংবাদিকদের জানান, ভারতের সহায়তায় ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে তিন বাংলাদেশিকে উদ্ধার করে জিবুতিতে আনা হয়েছে। মঙ্গলবার সানা থেকে জিবুতিতে ভারতের তিনটি ফ্লাইট যাবে। এর মধ্যে প্রথম ফ্লাইটটিতে নয় বাংলাদেশি বোর্ডিং পেয়েছে। আর দু’টি ফ্লাইটেও যতজন সম্ভব বাংলাদেশি আনার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, এছাড়া ইয়েমেনের হুদায়দাহ শহর থেকে আটকে পড়াদের নিয়ে ভারতীয় একটি জাহাজ মঙ্গলবার ছাড়ার কথা রয়েছে। ওই জাহাজে করেও ৪৫ বাংলাদেশিকে আনার চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৫/ রশিদা