সায়েদ আহমদ সাদকে সভাপতি ও মিয়া আক্তার হোসেন সানুকে সাধারণ সম্পাদক করে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী ৩ বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন লন্ডন সফররত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার।
গত রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের কারি ক্যাপিটাল রেস্টুরেন্টে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সংগঠনের কর্মীদের সাথে মতবিনময় সভায় মোল্লা কাওসার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে সহযোগী সংগঠন হিসেবে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগকে সর্বদা জননেত্রী শেখ হাসিনার পক্ষের সকল আন্দোলন, সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করবার দৃঢ় প্রয়াস রয়েছে বর্তমান সরকারের। বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং কোন অশুভশক্তির বাধা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন সানুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বর্ষীয়ান সাংবাদিক, কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন লন্ডন সফররত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুলসহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া মিরন। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ফয়েজ খান তৌহিদ, আহবাব মিয়া, এনামুল হক, শাহ মো. রিয়াদ তুষার, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক নুরুল হুদা চৌধুরী পাভেল, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহফুজ রহমান চৌধুরী শহীদ, সহ-সভাপতি সাগর মোহাম্মদ সানু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী রুবেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগ নেতা ঝলক পাল, আবুল কালাম, দেলওয়ার হোসেন চৌধুরী হিরা, সাজারুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৫/মাহবুব