ডেনমার্ক আওয়ামী লীগ আলবদর নেতা মুহাম্মত কামরুজ্জামনের ফাঁসি কার্যকরে বর্তমান শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ফাঁসি কার্যকরের পর আওয়ামী লীগের কর্মীরা একে অপরকে টেলিফোনে উল্লাস প্রকাশ করেন। কাদের মোল্লার পর এবার কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের মাধ্যমে আবার প্রমাণিত হয়েছে জাতির জনকের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার অপশক্তিদের সঙ্গে কোনো আপোষ করে না। তিনি কথা দিয়েছিলেন যে এই বাংলার মাটিতে সকল যুদ্ধাপরাধীদের বিচার হবে। আজ প্রমাণিত হয়েছে বাংলা আর বাঙালির অনিবার্য ঠিকানা শেখ হাসিনা। যতদিন শেখ হাসিনার হাতে বর্তমান বাংলাদেশের লাগাম থাকবে ততদিন বাংলা ও বাঙালির সকল মানুষ নিরাপদ থাকবে। আজ আমাদের প্রিয় নেত্রী সকল প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে বাংলার মাটিতে সাহসিকতার সঙ্গে যুদ্ধাপরাধের বিচার করেছেন। আমাদের ঐকবদ্ধ হয়ে আগামী দিনে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষে এক বিবৃতিতে এসক কথা বলা হয়।
বিবৃতিতে সম্মতি জানান ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি বাবু সুভাষ ঘোষ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা চিত্রশিল্পী রুহুল আমিন কাজল, সাইফুল ইসলাম, ইনসান ভুইয়া, নিজামউদ্দিন আহমেদ, রিয়াজুল হাসনাত রুবেল, নাসরু হক, নাসির সরকার, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, বাবু মালিক নাইম, ডা. বিদ্যুত বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুপ, মোহাম্মদ সেলিম, কামাল আহমেদ, লিটন সিকদার, সর্দার সাইদুর রহমান, শরিফুল ইসলাম, মোতালেব ভুইয়া, গোলাম কিবরিয়া শামিম, হিল্লোল বড়ুয়া, রশিদ মামুন, আমির হোসেন, ফাহমিদ আল মহিদ, ফরহাদ হোসেন, রশিদ মামুন, সোহাব আহমেদ, শাহনাজ পারভীন শিল্পী,রনি শরিফ, মোস্তাফিজুর রহমান, সুমন দাসসহ আরো অনেকে।
এদিকে, গণজাগরণ মঞ্চ, ডেনমার্কের মুখপাত্র ডা. বিদ্যুত বড়ুয়া বলেন, 'এই রায় কার্যকরে বর্তমান সরকার, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির অনিবার্য ঠিকানা জননেত্রী শেখ হাসিনা যতদিন থাকবেন ততদিন যুদ্ধ অপরাধীর বিচার হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৫/শরীফ