একাত্তরের ঘাতক মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উল্লাস প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ ও গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
শনিবার রাতে ফাঁসি কার্যকর হওয়ার পর নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইটসে সড়ক দ্বীপে মিলিত হয়ে অন্যান্য যুদ্ধাপরাধীদের দণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আল বদর নেতা আশরাফুজ্জামান খান এবং আজীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল জব্বারকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ওঠে তাদের মানববন্ধন থেকে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে বিদেশে ‘ষড়যন্ত্র’ সম্পর্কে প্রবাসীদের সজাগ থাকারও আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে অন্যদের মধ্যে সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ড. প্রদীপ কর, মিথুন আহমেদ, আকবর হায়দার কিরণ, জাকারিয়া চৌধুরী, মিনহাজ আহমেদ সাম্মু, শিতাংশু গুহ, হাকিকুল ইসলাম খোকন, গোপাল সান্যাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কামারুজ্জামানের সাজা কার্যকরের মধ্য দিয়ে কলঙ্কমোচনে জাতি আরেক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ।
তাদের এক বিবৃতিতে বলা হয়, “যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করায় দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে এবং যুদ্ধাপরাধীদের আস্ফালনের কলঙ্কমোচনে জাতি আরেক ধাপ এগিয়ে গিয়েছে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৫/ এস আহমেদ