গতকাল সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)'র নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে প্রসাসের সাবেক সাধারণ সম্পাদক আবু মুছার সঞ্চালনায় নির্বাচনোত্তর বিভিন্ন ইস্যু তুলে ধরে ও অভিষিক্ত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত কমিউনিটির নেতারা।
বক্তারা বলেন, 'সাংবাদিকরা জাতির বিবেক, কথাটি যেন শুধু উপমায় ব্যবহার না হয়। এটি আপনাদের কাজে কর্মে প্রমাণ করুন। শুধু অর্থে পিছে ঘুরে নয়, বরং সঠিক ও বস্তুনিষ্ঠ খবরটি প্রচার করুন। কাজ করুন দেশ ও প্রবাসীদের মঙ্গলে তাহলে কমিউনিটির সবাই আপনাদের পাশে থাকবে।
'আলোচনা অনুষ্ঠানের পর নব নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম তালুকদার।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রসাসের সাবেক সভাপতি শিবলী সাদিক নব নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করে। এসময় নব নির্বাচিত সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সম্পাদক সিরাজুল হক সহ নির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনোত্তর প্রসাসের এক বৈঠকে নতুন কমিটির সময় সীমা নির্ধারণ করা হয় ছয়মাস। এ সময়ের মধ্যে পুনরায় নির্বাচন দেয়ারও কথা রয়েছে।