তসলিমা নাসরিনের অ্যাকাউন্ট দুই দিন বন্ধ রাখার পর আবার খুলে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবারে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টটি বুধবার রাতে ফের অ্যাক্টিভ হয়ে যায়।
বাংলাদেশ প্রতিদিনকে তসলিমা নাসরিন বলেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যম, ফেসবুক বন্ধু আর আমার ফলোয়াররা আমাকে সমর্থন দিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।
মঙ্গলবার রাতে ফেসবুক আ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই তসলিমার পাশে দাঁড়ান। ভারতের ললিত কলা অ্যাকাডেমির সাবেক চেয়ারম্যান অশোক বাজপেয়ি, হিন্দি ভাষার লেখক মৃদুলা গার্গসহ কয়েকজন লেখক ও সংস্কৃতিকর্মী ফেসবুকের এ ধরনের আচরণের সমালোচনা করেন বলে জি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৫/ রশিদা