আসন্ন স্কুল বিভাগের নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসাবে ক্যালিফোর্নিয়ার সানর্বানডিনও থেকে (ডেমক্র্যাট প্রার্থী) প্রতিদ্বন্দ্বিতা করছেন কায়ছার আহমেদ। ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী নিয়ে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্র পাড়ি জমান। এরপর নিউইয়র্কের লং আইল্যান্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব রিভারসাইড ক্যালিফোর্নিয়া, ক্লিয়ারমেন্ট গ্রাজুয়েট ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সানর্বানডিনও থেকে শিক্ষা জীবন শেষ করেন।
কর্মজীবনে কায়ছার আহমেদ ক্যালিফোর্নিয়া পাবলিক স্কুলসহ কয়েকটি কলেজে প্রায় ৩২ বছর শিক্ষকতা করেছেন। ক্যালিফোর্নিয়া সানর্বানডিনও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সমিতির সদ্যসসহ বিভিন্ন ক্যম্যুনিটির প্রধান সমন্নয়কারী হিসাবেও কাজ করছেন তিনি।
কায়ছার আহমেদ প্রবাস জীবনের শুরু থেকেই ডেমক্র্যাটিক পার্টির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। আগামী ৩ নভেম্বর এই স্কুল বিভাগের নির্বাচনে নিজের জয়ের আশা ব্যক্ত করার পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদের কাছে তিনি ভোট প্রার্থনা করেছেন। এছাড়া ২০১৬ সালে ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট ৩১ থেকে কংগ্রেস নির্বাচনেও ডেমক্র্যাটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেন কায়ছার আহমেদ।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৫/মাহবুব