মার্কিন কংগ্রেসে বাংলাদেশীদের বন্ধু হিসেবে পরিচিত নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট) গ্রেস মেং (U.S. Rep. Grace Meng (D-New York) ১১৪তম কংগ্রেসের সহকারী হুইপ (Assistant Whip )হলেন।
গতকাল ১৫ এপ্রিল বুধবার তাকে কংগ্রেসের হুইপ টিমের সদস্য নিয়োগের আদেশ জারি করেছেন ডেমক্র্যাটিক পার্টির হুইপ কংগ্রেসম্যান স্টেনি হইয়ার (ম্যারিল্যান্ড)। এ সময় প্রদত্ত এক বিবৃতিতে হুইপ উল্লেখ করেছেন, 'মধ্যবিত্ত শ্রেণীর জীবনমানের উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্যে বিগত দিনে গ্রেস মেং-এর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ দায়িত্ব প্রদান করা হলো। সাধারণ আমেরিকানদের স্বার্থে যে সব বিল উঠবে বা ঝুলে রয়েছে সেগুলো পাশে দলীয় কংগ্রেসম্যানদের ঐক্যবদ্ধ করতে গ্রেস মেং কাজ করবেন।'
নয়া দায়িত্ব গ্রহণের পর প্রদত্ত এক বিবৃতিতে এনআরবি নিউজকে কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেছেন, 'ডেমক্র্যাটিক হুইপ টিমে অন্তর্ভুক্ত হওয়ায় আমি নিজেকে সম্মানীতবোধ করছি। মধ্যবিত্ত শ্রেণীর আমেরিকানদের সার্বিক কল্যাণে উত্থাপিত বিল পাশে নিজেকে আরো জোরালো ভূমিকায় অবতীর্ণ করতে এ দায়িত্ব আমাকে উৎসাহ দেবে বলে আশা করছি।'
প্রসঙ্গত: উল্লেখ্য যে, এর আগে তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া সম্পর্কিত ফরেন এফেয়ার্স কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন