ইয়েমেনে কর্মরত ৫ নারী ও ৪ শিশুসহ আরো ১৩৬ জন বাংলাদেশিকে উদ্ধার করে আফ্রিকার দেশ জিবুতিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ২০ এপ্রিল বাংলাদেশ বিমানের বিশেষ ব্যবস্থাপনায় উদ্ধার হওয়া দলটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।
বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এই তথ্য জানিয়েছে।
উদ্ধার হওয়া এসব বাংলাদেশিদের ইয়েমেনে জিবুতিতে নিয়ে আসা এবং জিবুতি থেকে বাংলাদেশে পৌছানো পর্যন্ত সকল খরচ বহন করছে বাংলাদেশ সরকার।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েক দফায় ৪৯৬ জন বাংলাদেশীকে জিবুতিতে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। যার মধ্যে ৪৭৬ জন ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং ২০ জন এয়ার ইন্ডিয়ার মাধ্যমে ইয়েমেন থেকে জিবুতিতে পৌঁছান।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৫/মাহবুব