লন্ডনে ক্রিসমাস নাইটে বাংলাদেশ বিমানের এক কেবিন ক্রু'র ওপর সিনিয়র অফিসার কর্তৃক যৌন নির্যাতনের ঘটনায় এখন উল্টো হয়রানির মুখে পড়েছেন নির্যাতিতা। মিথ্যা অভিযোগ দায়ের করে গত ১৩ এবং ১৬ এপ্রিল দুইবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে তাকে।
ডিসেম্বরে ওই ঘটনার পর থেকেই তদন্ত রিপোর্ট নিয়ে কালবিলম্বসহ নির্যাতিতাকে নানা ধরনের হুমকির মধ্যে রেখেছিলো বিমানের তখনকার চীফ পার্সার নুরুজ্জামান এবং সিনিয়র কেবিন ত্রুু অপুক মুম সিনহা। ৬ মার্চ দৈনিক বাংলাদেশ প্রতিদিনে রিপোর্ট হওয়ার পর বাংলাদেশ বিমান পুনঃতদন্ত করে এবং চীফ পার্সার নুরুজ্জামানকে দোষী সাব্যস্থ করে ফ্লাইট থেকে প্রত্যাহার করে ডিমোশন দেয়। কিন্তু প্রধান বিচারপতির আত্মীয় পরিচয়ে হুমকি দিয়ে ঠিকই স্বপদে থাকেন অপর দোষী অপুক মুম সিনহা। বর্তমানে অপুক মুম সিনহা তার উপর তদন্তাধীন ফাইল গায়েব করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছে ।
অপরদিকে এই অপুক মুমকেই আবার মডেল সাজিয়ে বাংলাদেশ বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্টে বিমানের প্রচারনামূলক ভিডিও বানানো হয়েছে। অপুক মুম সিনহা সেই ভিডিওর রেফারেন্স দিয়ে নিজের ক্ষমতা জাহির ও ফ্লাইটে থাকা নারী কেবিন ক্রুদের হুমকি দেন বলে অভিযোগ করেছেন বিমানবালারা।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৫/ এস আহমেদ