সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সোশ্যাল ক্লাব শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে বাংলা নতুন বছর। দুবাইয়ের ক্রিক পার্কে বাংলার পুঁথি পাঠ, ছোট-বড় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈশাখী গানের তালে নাচ আর সঙ্গে দেশি কদমা, বাতাসা, মুরুলি, পুলি পিঠা, খৈ, গুড়ের সন্দেশসহ নানা খাবারের সমারোহে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মুকুল সম্পাদক লুৎফুর রহমান ও বাংলাদেশ প্রতিদিনের আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি রচিত ভ্রমণগ্রন্থ 'আমিরাতের পথে-ঘাটে' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় ক্লাবের সভাপতি নওশের আলীর সঞ্চালনায় বইয়ের মোড়ক উন্মোচন করেন শারজাহ ইসলামিক ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল করিম। ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী ও ক্যাপ্টেন আবু আহাদ।
বক্তারা বলেন, 'প্রবাসে লেখকদের গুরুত্ব বাড়াতে এটি সোশ্যাল ক্লাবের ক্ষুদ্র প্রয়াস। আমরা এরই ধারাবাহিকতায় প্রতিবছর অন্তত একজন করে লেখকের বই প্রকাশ করবো।'
অনুষ্ঠানে লেখকের অনুভূতি প্রকাশ করেন লেখকদ্বয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের সকল কর্মকর্তা, তাদের পরিবার, সন্তানসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বইটি জলছাপ প্রকাশনী ২০১৫ বই মেলায় প্রকাশ করেছে। দুবাইয়ে সোশ্যাল ক্লাবের এটিই প্রথম বইয়ের পৃষ্ঠপোষকতা ও প্রকাশনা উৎসব।
বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল, ২০১৫/ রশিদা