ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেছেন তসলিমা নাসরিন। যত দ্রুত এ সাক্ষাৎ হবে ততটাই তিনি উপকৃত হবেন বলে জানিয়েছেন বাংলাদেশের নির্বাসিত এ লেখিকা।
এই ইচ্ছা পোষণ সম্পর্কে জানতে চাইলে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে তসলিমা বলেন, আমার থাকার বিষয়টি নিয়ে মোদির সঙ্গে কথা বলতে চাই। আমি এখন যে বাড়িটিতে থাকি সেটা শিগগিরই বিক্রি করে দেবেন বাড়িওয়ালা। এ মুহূর্তে নতুন কোনো ফ্ল্যাট বা বাসা ভাড়া করা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু আমার জীবনের হুমকি রয়েছে সেহেতু কেউ আমাকে বাড়িভাড়া দিতে চাচ্ছেন না। তাছাড়া নিরাপত্তার বিষয়টিও নতুন করে ভেবে দেখতে হচ্ছে। এখানে পুলিশি নিরাপত্তা পাচ্ছি। যখন অন্য কোনো এলাকা বা শহরে বাসাবদল করবো তখন নতুন করে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। সবমিলিয়ে টেনশনে পড়ে গেছি। এসব সমস্যার কথা জানাতেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছি।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৫/ রশিদা