প্রবাসে বাংলাদেশ এমনটি প্রমাণ করলেন কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট (বিএমসি )’র সদস্যরা। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক উৎসব বাংলা নববর্ষকে পালন করতে ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সমুদ্র ঘেঁষে আর্মি অফিসার্স ক্লাব চত্বরে আয়োজন করে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম উজ্জ জামান বিএসপি, এনডিসি, পিএসসি।
এসময় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, প্রথম সচিব এম এ জলিল, বিমান কান্ট্রি মেনেজার দিবাকর দেওয়ানজী, স্টেশন ম্যানেজার এম ডি ফজলুর রহমান খান, বিএমসি সকল অফিসার্স সদস্যবৃন্দ, মারাফিয়া কুয়েতিয়া কোম্পানির সিইও শহিদ ইসলাম পাপুল, এম্বাসিডর গ্রুপ অব কোম্পনির স্বত্বাধিকারী লুৎফর রহমান মুখাই আলী, সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারীসহ অসংখ্য প্রবাসী ও তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মূলত একটা মিনি বাংলাদেশে পরিণত হয়েছিল।
অনুষ্ঠানজুড়ে বাঙালির ইতিহাস-ঐতিহ্যের নাচ আর গান পরিবেশন করেন সেনা সদস্য ও তাদের পরিবারবর্গরা। তাদের তৈরি পান্তা ইলিশসহ অনেক মুখরোচক ও সুস্বাদু খাবার আয়োজন ছিল দেখার মত।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৫/ রশিদা