বাংলাদেশে ইলিশের দাম আকাশ চুম্বি, তাতে কি? যদি হয় সে বৈশাখী আয়োজন! প্রবাসী বাংলাদেশিদের কাছে ইলিশ নিয়ে বৈশাখী আয়োজন এক ঐতিহ্য রক্ষার চরম আকাঙ্খা। যদিও দেশী ইলিশের দামের চেয়ে বিদেশী ইলিশের দামের তফাৎ অনেকটা কম। তাই বিদেশের মাটিতে ইলিশের পরসা সাজিয়ে বৈশাখী আয়োজন প্রবাসীদের জন্য রীতিমতো ফ্যাশনে পরিণত হয়েছে। এসব আয়োজন দেখলেই মনে হয় দেশের মাটিতে বৈশাখী আয়োজনে যত ঝুট ঝামেলা বৈশাখীকে ঘিরে তার চেয়ে অনেক বেশী আনন্দঘন আয়োজন হয় প্রবাসের মাটিতে।
গতকাল রবিবার আমিরাতের শারজায় ন্যাশনাল পার্কে আজমান প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বৈশাখী বা বর্ষররণ উপলক্ষে এক মিলন মেলা আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে দেখা যায় ইলিশের সম্ভার, ঐতিহ্যবাহী বাঙ্গালী সাজসহ নানা আয়োজন। বাংলাদেশের সাথে ঐহিত্য মিল রেখে সকালের ঝলমলে আলোতে পান্তা ইলিশের ব্যাপক আয়োজন ছিল চোখে পড়ার মতো। তাছাড়া দিনভর বাচ্চাদের দৌড়, মোরগের লড়াই, হাড়িভাঙ্গা, নারীদের পিলো পাসিং, রান্না প্রতিযোগিতা, যেমন খুশী তেমন সাজো ইত্যাদি অনুষ্ঠান।
অনুষ্ঠানের এক ফাঁকে বৈশাখীর আয়োজন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠনের প্রধান সমন্বয়ক শেখ মোহাম্মদ সেলিম বলেন, এ আয়োজন আমরা মা ও মাটির ভালবাসার খাতিরে করে থাকি। মা ও মাটির প্রতি ভালবাসা আছে বলে আমরা আজ এখানে সকল প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ শফিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, বেলাল হোসেন হাবিব। এছাড়া মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বাবুল হোসাইন, মো. আলী, মো. রুবেল, মো. শাহীন, মো. আউয়াল মোহাম্মদ মোস্তফা, তাজুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে এই অনুষ্ঠানে আরও যোগদান করেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি।। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৫/মাহবুব