ব্লগার অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমান মতো একদিন তাকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তার আশঙ্কা বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা'র দলবলেরাই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লিতে গিয়ে তাকে খুন করতে পারে।
ভারতের ইংরেজি দৈনিক 'মেইল টুডে'-তে এক সাক্ষাতকারে এই আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি।
আনসারুল্লা বাংলা মূলত ইয়েমেনের জঙ্গি সংগঠন আনোয়ার আল-আওলাকি'এর মতাদর্শে দিক্ষিত। ইসলামের সমালোচনা করায় অতি সম্প্রতি আমেরিকা প্রবাসী লেখক ব্লগার অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমানকেও খুনের পেছনেও এই জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে অনুমান।
তসলিমা জানিয়েছে 'আনসারুল্লা বাংলার সদস্যরা এতটাই উদ্ধত যে কোন ব্যক্তিকে আক্রমণ করার আগে তার বিরুদ্ধে ইন্টারনেটে কুরুচিকর মন্তব্য পোস্ট করে থাকে। অভিজিৎ এবং ওয়াশিকুর-কে খুন করার আগেও ঠিক একই পন্থা অবলম্বন করেছিল। এখন আমাকে লক্ষ্য করে তারা কুরুচিকর মন্তব্য পোস্ট করছে। এটা খুবই ভয়ের কারণ, কিন্তু আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি চুপ করে বসে থাকবো না'।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন