ইভেন্ট ম্যানেজমেন্ট সংগঠন 'স্যাডো'র আয়োজনে সম্প্রতি রিয়াদের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল বৈশাখী মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। পরে মেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
মেলার প্রবেশ পথেই প্রদর্শন করে রাখা হয় বাংলার ঐতিহ্যবাহী পালকী ও রিকশা। একটু সামনে গেলেই দেখা মেলে বাংলাদেশি বিভিন্ন পিঠা-পুলির পসরা, ৩০টির মতো স্টল, যেখানে স্থান পায় বর্ষবরণের ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ছাড়া ও বাংলাদেশি নানা রকমের সুস্বাধু খাবারসহ অন্যান্য জিনিসপত্র।
স্যাডো'র নিজস্ব শিল্পীদের পরিবেশনায় একক ও দলীয় সংগীত, একক ও দলীয় নৃত্যসহ সাংস্কৃতিক পরিবেশনা আগত অতিথিদের মুগ্ধ করে। শেষ পর্বে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্যাডোর উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রিয়াদ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিম ভুঁইয়া, অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সাংস্কৃতিক সংগঠন 'আমরা ক’জন'র সাধারণ সম্পাদক মুসা বাবু, বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতির সভাপতি কাপ্তান হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েসনের সভাপতি আব্দুর রহমানসহ রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রশিদা