বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ব্যবস্থা নিতে বৃটিশ ফরেন অফিসে স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতারা এ স্মারকলিপি প্রদান করেন। তবে এর আগে কয়েকশ' প্রবাসী বাংলাদেশি ফরেন অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা খালেদা জিয়ার ওপর হামলাকারীদের বিচারের দাবি করেন।
সমাবেশে যুক্তরাজ্য বিএনপির নেতারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীরা বারবার হামলা এ চালিয়েছে। এ জন্য কমনওয়েলথ এর সদস্য হিসেবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ এবং অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বৃটেনের সহযোগিতা কামনা করেন তারা।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, বর্তমান সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, আখতার হোসেন, গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, বিএনপি নেতা মেজর (অব.) সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, তাহির রায়হান চৌধুরী পাভেল, করিম উদ্দিন, তাজ উদ্দীন, দপ্তর সম্পাদক ড. এম মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, সদস্য সচিব আবুল হোসেন, জাসাস সভাপতি এমএ সালাস, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল বাসিত বাদশা প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর সময় তিনবার দুর্বৃত্তদের হামলার শিকার হন।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৫/মাহবুব