বিদেশের মাটিতেও বাংলা সংস্কৃতিকে ঘিরে প্রবাসীদের যে সক্রিয়তা রয়েছে তার বহিঃপ্রকাশ স্বরুপ সংযুক্ত আরব আমিরাতে আগামী ১লা মে বাংলা হেরিটেজ আয়োজন করেছে আমিরাতের সর্ববৃহৎ বৈশাখী মেলা ১৪২২।
শারজাহ মদিনা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত বৈশাখী মেলায় বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান ও কোম্পানি মিলে প্রায় ২০০ টি স্টল থাকবে। এছাড়াও বৈশাখী মঞ্চ, জমকালো কনর্সাট, পিঠা উৎসব, রশিটানা প্রতিযোগিতা, ফ্যামিলি গেইমস, শিশু বিনোদন দিয়ে সাজানো কয়েক পর্বের অনুষ্ঠানে দেশি-বিদেশী প্রবাসীসহ বিশ হাজারেরও অধিক লোক সমাগম হবে মেলায়। এতে করে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায় নতুন দ্বারও উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছে মেলা পরিচালনা কমিটি।
শুক্রবার আমিরাতের শারজাহ হুদাবিয়া রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে মেলার প্রধান সমন্বয়কারী এম এ বাশার সাংবাদিকদের জানান, 'নিজেদের সংঘবদ্ধতার মধ্যদিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। তাই প্রবাসীদের জন্য শুভ বার্তা ও নতুন দিক নির্দেশনা দেয়ার প্রত্যয়ে 'পজেটিভ বাংলাদেশ' শ্লোগানে এ মেলার আয়োজন। মেলায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশীদেরও অংশগ্রহণের কথা মাথায় রেখে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, ৬৫ সিসিটিভি ক্যামেরা সহ ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। আশা করছি কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়াই মেলা ও অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে পারবো। আমরা প্রবাসী বাংলাদেশিদের স্ব-বান্ধবে মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।'
এসময় আরো বক্তব্য প্রদান করেন, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, বাংলা হ্যারিটেজের সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী আবদুল মান্নান, এনটিভি প্রতিনিধি ও মিডেলইস্ট অফিস ইনচার্জ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক রফিকুল্লাহ গাযালী, নির্বাহী সদস্য আফতাব মনির, আরটিভি প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, ইউএই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হোসেন পারভেজ, ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুব আলম।
উল্লেখ্য, বৈশাখী মেলার মেইন স্পন্সার সৈয়দ আহাদ ফাউন্ডেশন। এছাড়াও মেলায় সহযোগিতায় থাকছে বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংক লিমিটেড। মিডিয়া পার্টনার রয়েছে এনটিভি ও দেশের খবর।