নেপালে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া না গেলেও দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সহায়তার জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলে অতিদ্রুত কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে জানাতে অনুরোধ করেছে দূতাবাস।
হেল্পলাইন নম্বরগুলো হলো- মাশফি বিনতে শামস (রাষ্ট্রদূত) +9779851039352, শামীমা চৌধুরী (প্রথম সচিব) +9779808765071, খান মোহাম্মদ মঈনুল হোসেন +9779808184014।
শনিবার দুপুরে ভূমিকম্পের পরপরই এ হেল্পলাইন খোলা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
এর আগে শনিবার দুপুর ১২ টা ১৩ মিনিট থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এক ঘণ্টার ব্যবধানে পাঁচ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত ও নেপালে। আর এসব ভূমিকম্পে উৎপত্তিস্থল নেপালে এখন পর্যন্ত শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৫/মাহবুব