যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সুমন হকের এমপি পদে মনোনয়ন বাতিল করেছে লেবার পার্টি। মাত্রাতিরিক্ত মদ পান করে গাড়ি চালানোর অভিযোগে গত শুক্রবার আদালতে হাজিরা দিতে হয় সুমন হককে। এরপরই লেবার পার্টি তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়।
সুমন হক স্কটল্যান্ডের অ্যাবার্ডিনশায়ারের বেনফ অ্যান্ড বুখান আসনে লেবার দলের প্রার্থী হয়েছিলেন। তিনি ছিলেন স্কটল্যান্ডের আসনে এমপি পদে মনোনয়ন পাওয়া প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/এস আহমেদ