পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে প্রবাসী শ্রমিকদের গানে মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী ও আঁখি আলমগীর।
বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও মালয়েশিয়ার বিডি টিভির যৌথ উদ্যোগে ১ মে বিকেলে কুয়ালালামপুরের সুংগাই ভুলু চাইনিজ স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তারা।
অনুষ্ঠানের আয়োজক এস এম রহমান পারভেজ জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দিনের পর দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রিয়জনদের ফেলে রেখে মালয়েশিয়ায় কাজ করে যাচ্ছেন দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে। সেই শ্রমিকদের খানিকটা বিনোদনের জন্য এই আয়োজন।
তিনি বলেন, অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি দেওয়া শিল্পীদের ভিসাসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছি। বারী সিদ্দিকী ও আখি আলমগীর ছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন নাসির, মিতালী, আফ্রি ও মিম।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৫/ এস আহমেদ