'চীন এবং তাইওয়ানের প্রবাসীদের মত বাংলাদেশী প্রবাসীদেরকেও নিজ দেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির জন্যে তৎপরতা চালাতে হবে। বিশেষ করে, বিশ্বে বৃহত্তম সমুদ্র সৈকতের হূদয়কাড়া ঘটনাবলী আমেরিকানদের কাছে তুলে ধরতে হবে কক্সবাজারের প্রবাসীদেরকেই। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা ত্বরান্বিত হবে'-এ অভিমত পোষণ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।
২৬ এপ্রিল রবিবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে প্রবাসীদের এক সমাবেশে এসব তথ্য উপস্থাপন করেন রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।
কক্সবাজার জেলা সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে রাষ্ট্রদূত মোমেন প্রধান অতিথি ছিলেন।
কক্সবাজার জেলা সমিতির সভাপতি এহতেশামুল শিমুলের সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, উপদেষ্টা নূরল আজিম এবং কমরউদ্দিন, চট্টগ্রাম সমিতির সভাপতি আকবর আলী এবং সেক্রেটারি আবু তাহের, কক্সবাজার সমিতির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুজিবর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভানেত্রী নার্গিস আহমেদ প্রমুখ।