সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সম্মানে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। রবিবার দুবাইয়ের দেইরা শেরাটন হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুসলিম চৌধুরী। কনস্যুলেটের ভাইস কনসাল কিরিটী চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল মাসুদুর রহমান।
মাসুদুর রহমান বলেন, ‘কনস্যুলেট সব সময় প্রবাসীদের সেবায় কাজ করে যাচ্ছে। এ প্রবাসীদের শ্রমের বিনিময়ে উপর্জিত অর্থেই দেশের মুখ উজ্জ্বল হচ্ছে। যার ফলাফল স্বরূপ ২০১৪-১৫ অর্থবছরে আমিরাত থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করা হয়েছে ২.৯ বিলিয়ন মার্কিন ডলার।’
তিনি আরও বলেন, ‘আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীরা বিভিন্নভাবে সফল হচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে আরও বেশি রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করা সম্ভব হবে।’
এরআগে, বাংলাদেশ মিশনের যাত্রা, বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের একটি বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন কাউন্সিলর (শ্রম) এ এস এম জাকির হোসেন। ইফতার পূর্বে কোরআন তেলওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী নাজমুল হাসান ও ক্বারী মোজাম্মেল হক। ইফতার মাহফিলে আরব আমিরাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৬ জুলাই, ২০১৫/মাহবুব