সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ১৯তম দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের ফলাফল মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৭৬ জন প্রতিযোগীর সাথে লড়াই করে তৃতীয় স্থান অর্জন করেন ১২ বছর বয়সী বাংলাদেশি হাফেজ মুহাম্মদ জাকারিয়া। পুরস্কার হিসেবে জাকারিয়া পেয়েছেন দেড় লাখ ইউএই দিরহাম।
এর আগে, গত রোববার একই প্রতিযোগিতায় সুন্দর কণ্ঠ ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জন করে জাকারিয়া। সুন্দর কণ্ঠে বিজয়ী হিসেবে তাকে পুরস্কার দেয়া হয় দশ হাজার দিরহাম।
দুবাইয়ের সাইন্টিফিক এন্ড কালচারাল এসোসিয়েশন মিলনায়তনে চূড়ান্ত পর্বের ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন শেখ আহমদ বিন মোহাম্মদ ও হলি কোরআন এর প্রেসিডেন্ট ইব্রাহিম বু মুলহা। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে সৌদি আরবের প্রতিনিধি ফয়সাল মোহাম্মদ আল হারতি ও ইউএসএ প্রতিনিধি হামজাহ আল হাবাশি পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানের অধিকারী হন। তাদেরকে যথাক্রমে আড়াই লাখ ও দুই লাখ দিরহাম পুরস্কৃত করা হয়।
জাকারিয়ার গ্রামের বাড়ি ভোলা চরফ্যাশন এলাকায়। তার পিতা হাফেজ মাওলানা ফয়েজ উল্ল্যাহ মানিকগঞ্জ হরিরামপুরের একটি মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন। ৭ বছর বয়স থেকে জাকারিয়া পবিত্র কোরআনে কারিম হেফজ করা শুরু করেন। এর আগে সে মিশর, জর্ডান ও কাতারসহ বেশ কয়েকটি দেশে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মিশরে প্রথম, জর্ডানে তৃতীয় এবং কাতারে চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন।
উল্লেখ্য, গত ২৪শে জুন ১৯তম দুবাই আন্তর্জাতিক হলি কোরআন পুরস্কার প্রতিযোগিতা শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশের ৮০ জন প্রতিযোগীর মধ্য থেকে ইউক্রেন, তুর্কি, মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সেনেগাল, বসনিয়া এবং বেলজিয়ামের ৭ জন প্রতিযোগী প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। যাদের বয়স ৯-২১ বছরের মধ্যে। বাকি ৭৬ জন থেকে ৪১ জন ফাইনাল পর্বে উন্নীত হয়।
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৫/মাহবুব