সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল মঙ্গলবার হারার অভিজাত রেস্টুরেন্ট টলেডোতে অনুষ্ঠিত হলো সিলেট বিভাগ প্রবাসী পরিষদের দোয়া ও ইফতার মাহফিল।
সংগঠনের সভাপতি আলতাফ হোসেন বাবুলের সভাপতিত্বে এবং এখলাছুর রহমানের শৈল্পিক সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী খালেক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা এরশাদ আলী, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের, মামুনুর রশীদ, সহ-সভাপতি ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতি রিয়াদের সভাপতি কাপ্তান হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কমিউনিটি ব্যক্তিত্ব মিজানুর রহমান কমল, আব্দুস সাত্তার, ড.নিয়াজ,সাংবাদিক ইকবাল হোসাইন, ফারুক আহমেদ চান, এবিএম বুলবুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোকপাতসহ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সফিকুল ইসলাম। দোয়া ও ইফতার মাহফিলে সিলেট বিভাগ প্রবাসী পরিষদের নেতৃবৃন্দ ছাড়া ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক ও কমিউনিটি ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৮ জুলাই, ২০১৫/ রশিদা