দক্ষিণ আফ্রিকায় ওয়াসিম খান (২১) নামের এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের খায়েশ মিয়ার ছেলে। দক্ষিণ আফ্রিকা থেকে ওয়াসিমের বড় ভাই জসিম উদ্দিন মোবাইলে ফোনে ওয়াসিমের মৃত্যুর খবর পরিবারকে জানান।
ওয়াসিমের চাচাতো ভাই সাংবাদিক জহির রায়হান জানান, ওয়াসিম দুই ভাই তিন বোনের মধ্যে তৃতীয়। গত জানুয়ারি মাসে সে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে তার একটি স্টেশনারি দোকান ছিল। শুক্রবার ভোরে দোকানের কর্মচারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে। তিনি সরকারিভাবে ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
এদিকে ওয়াসিমের মৃত্যুর সংবাদে আমতলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা স্বপ্না বেগম।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৫/মাহবুব