বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তুরস্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে আঙ্কারায় ২টি স্কুলে সপ্তাহ ব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিষয়বস্তু ছিল ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার।
বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী স্মারক ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করেন।অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।
এছাড়া ১৭ মার্চ সকালে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা পর্বের শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়।
শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এর আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করা হয়।
বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/ফারজানা