যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের ৭৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ৭ জুলাই ২০১৯-২০২২ সালের জন্য এ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটির কপি গ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি জেহাদুল হক ও সাধারণ সম্পাদক হূমায়ূন আহমেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য শাহানারা রহমান ও আবদুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের শাখাওয়াত বিশ্বাস, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি জুনেদ এ খান, যুক্তরাষ্ট্র আওয়ামী আইজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান সহ যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এর আগে কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জিয়াদুল হক জাহেদ সভাপতি এবং হুমায়ুন আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন ও স্টেট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ২৩ জুন কানেকটিকাটে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
বিডি প্রতিদিন/ফারজানা