ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ওমানের রাজধানী মাস্কাটেও অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে আনন্দময় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। গত শুক্রবার (২৫ অক্টোবর) নগরীর রূই আল মাছা হলে স্থানীয় বৌদ্ধ কমিউনিটির উদ্যেগে এই দানোৎসব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ধর্মীয় কর্মসূচীর মধ্যে সকালে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা ও শীলগ্রহণ আর বিকালে ধর্মীয় আলোচনা, ভিক্ষুসংঘের উদ্দেশ্য চীবর দান, প্রদীপপূজা ও বিশ্বশান্তির জন্য সমবেত প্রার্থণা। সর্বশেষে ছিল কির্তনের দারুন আয়োজনও।
বুড্ডিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও আলোচনায় অংশ নেন সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক এম এন আমিন। দানোৎসবে সংক্ষিপ্ত বক্তব্যে সোশ্যাল ক্লাবের সভাপতি বলেন, ক্লাবের মাধ্যমে ওমানের সমাজ উন্নয়ন মন্ত্রনালয়ের অনুমতি সাপেক্ষে অবাধে ওমানের যে কোনও স্থানে বাংলাদেশিরা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে তবে তা হতে হবে মন্ত্রনালয়ের নিয়ম নীতি অনুসরন করে।
এছাড়াও ওমানের মাটিতে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করার ও দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতেও ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশীদের যেকোন অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান পাশে থাকার ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও আবদুর রহিম, সাপোর্টিং মেম্বার দিদার ভান্ডারী সহ অন্যান্য কার্যকরী সদস্য বৃন্দ।
এসময় পূজনীয় ভিক্ষুসংঘ ও বৌদ্ধ নেতৃবৃন্দরা বলেন, চীবর দান সব সময়ের মত আনন্দের ও গৌরবের। ওমান মুসলিম প্রধান দেশ, এমন একটি দেশে নিজ দেশের মত করে এতো আনন্দমুখর পরিবেশে দানোৎসব করতে পারাটা সত্যিই ভীষণ সৌভাগ্যের ।
তারা আরও বলেন, এমন সংস্কৃতি র নামই সম্প্রীতি। পরে চীবর উৎসর্গ শেষে সমবেত প্রার্থণায় দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা করা হয়। দানোৎসবে বৌদ্ধ ধর্ম্বাবলম্বীরা ছাড়াও স্থানীয় ও অন্যান্য দেশের অধিবাসীরাও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ