৩১ মার্চ, ২০২০ ১৮:৫৫

স্পেনে করোনায় আক্রান্ত ৬৬ বাংলাদেশি

স্পেন প্রতিনিধি

স্পেনে করোনায় আক্রান্ত ৬৬ বাংলাদেশি

প্রতীকী ছবি

করোনা আতঙ্কিত বিশ্ব। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল! পৃথিবীর করোনা সংক্রমণের দিক থেকে চতুর্থ অবস্থানে স্পেন।

স্পেনে বাংলাদেশি বৈধ এবং অবৈধদের সংখ্যা প্রায় ৩০০০০। করোনায় স্পেনে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭৩ এবং মারা গেছেন ২৬৯৬ জন। এর মধ্যে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন কতজন এ বিষয় জানতে দূতাবাসে কল করা হলে ৬৬ জন আক্রান্ত আছেন বলে জানান বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। 

অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে ১০ লাখ টাকার ফান্ড সংগ্রহ করা হয়েছে, করোনা দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ-বন্টন করা হবে বলে জানান দূতাবাসের মিশন উপ-প্রধান হারুন আল রশীদ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর