৩১ মার্চ, ২০২০ ২০:৩১

করোনায় সর্বোচ্চ ঝুঁকিতে সাইপ্রাস

মো. মাহাফুজুল হক, সাইপ্রাস থেকে

করোনায় সর্বোচ্চ ঝুঁকিতে সাইপ্রাস

সাইপ্রাসে রবিবার একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৫ জন। মারা গেছেন একজন। এ পর্যন্ত সর্বমোট ২২০ জন কোভিড-১৯ এ আক্রান্ত এবং ৬ জন মারা গেছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। 

আজ মঙ্গলবার যে রোগীটি (৬৮) মারা যান, তার ছেলেও (৪৭) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। ছেলের মাধ্যমে তার করোনা ছড়িয়েছে বলে জানিয়েছেন। এছাড়া যে ছয়জন মারা যান তার মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। 

মহামারী সম্পর্কিত সরকারের পরামর্শক সংস্থার সদস্য ড. লিওন্টিয়োস কোস্ট্রিকিস জানিয়েছেন, এ ভাইরাসটি পরিবারে একে অপরের মাধ্যমে ছড়াচ্ছে। এছাড়া বড় পরিবারগুলো যেন দূরত্ব বজায় রেখে চলে।

সাইপ্রাস ছোট দেশ এবং মাত্র ৭ লাখ মানুষের বসবাস হওয়ায় কোভিড-১৯ মহামারিটি দ্রুত ছড়িয়ে গেলে সাইপ্রাসের অবস্থা ভয়াবহের দিকে চলে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে মানুষের।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর