কুয়েতে নতুন করে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই প্রবাসী বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে। এতে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২৮৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩ জন।
আজ মঙ্গলবার স্থানীয় পত্রিকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে জানা গেছে, সর্বশেষ খবর অনুযায়ী ২৮৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। বর্তমানে চিকিৎসারত আছেন ২১৬ জনের মধ্যে ১৩ জন আইসিইউতে আছেন। এখন পর্যন্ত কোনো মৃতের ঘটনা ঘটেনি।
বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ২৪৬৪ জন। এরই মধ্যে কোয়ারেন্টাইনে থাকা ৯১১ জন নির্দিষ্ট সময় শেষে করে বাড়ি ফেরেন।
২৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে দুইজন বাংলাদেশি আছেন জানা গেছে। এর একজন সংক্রামিত ব্যক্তিদের সাথে চলাচলের কারণে, আরেকজন তদন্তাধীন আছেন কোথা থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম