৩১ মে, ২০২০ ১৪:৪০

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে পৃথক কর্মসূচি পালিত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে পৃথক কর্মসূচি পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পৃথক দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর আগের দিন বিকেলেও দুটি কর্মসূচিতে দোয়া-মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।

জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে খাবার বাড়ির সামনে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ। মোহাম্মদ আলম নমীর সভাপতিত্বে এই মাহফিলে আরও ছিলেন জিল্লুর রহমান, মাজহারুল ইসলাম রবীন, মীর মশিউর রহমান, আবুল কাসেম, মনিরুল ইসলাম, শাহাদৎ হোসেন রাজু এবং শো-টাইম মিউজিকের আলমগীর খান আলম।

অপরদিকে, জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় শনিবার অপরাহ্নে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে আরেকটি দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সমন্বয় করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ। বক্তব্য দেন অনুষ্ঠানের অতিথি যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মঞ্জুর আহমেদ চৌধুরী প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুবদলের আহবাব চৌধুরী খোকন, আমানত হোসেন আমান, হেলাল রহমান, আবুল কাসেম, কাজী আমিনুল ইসলাম, রেজাউল আজাদ ভূইয়া, বিএম বাদশা, শওকত হোসেন নীলু, নাজমুল হাসান প্রিন্স, মাসুদ রানা, জাহাঙ্গির আলম জয়, সিদ্দিক পাটোয়ারি, শফিকুল ইসলাম ভূইয়া। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জাহাঙ্গির সোহরাওয়ার্দি, শিরিন আকতার, এবাদ চৌধুরী, মাহমুদ চৌধুরী প্রমুখ।
 
বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর