জেদ্দা কনস্যুলেট জেনারেল অফিসে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম করোনা ঝুঁকিতেও থেমে নেই। সরাসরি পাসপোর্টের আবেদন জমা নেয়ার পাশাপাশি অনলাইনে ই-মেইলের মাধ্যমেও মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্ট রি-ইস্যু করার আবেদন গ্রহণ করা হচ্ছে। বিষয়টি জানিয়েছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে সৌদি আরব পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গত ২১ জুন ২০২০ থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার ব্যবস্থাপনায় প্রবাসীদের পাসপোর্ট সেবাসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদানের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা প্রবাসীদের পাসপোর্ট সেবাসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রার্থীদের সেবা প্রদান সহজ ও ঝুঁকিমুক্ত করার লক্ষে অনলাইনে ই-মেইলের মাধ্যমে আবেদন নেয়া হচ্ছে। যা সেবা প্রার্থী ও জেদ্দাস্থ কমিউিনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে। প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানের প্রথম দিনে কনস্যুলেটের বাইরে সেবা প্রার্থীর সমাগম ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার